সার্ফ করুন.... লন্ডনের ফ্লিটে অবস্থিতই 'উই' নামের বাংলা রেস্টুরেন্ট । এর অন্দরসজ্জার কাজ করেছিলেন বাংলাদেশের খ্যাতনামা আর্কিটেক্ট এনামুল করিম নির্ঝর। শুধু অন্দর সজ্জা নয় তিনি একসাথে ডিজাইন করেন এর ওয়েটারদের পোষাক, খাবারের মেনু এমনকি দরকারী সব আসবাব। নির্ঝর ভাই এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট করার জন্য বলেন । তখন আমরা বিংগ ক্যান্ডির এ্যাড বানাচ্ছিলাম । প্রথমে পরিকল্পনা ছিল ফ্ল্যাস ফরম্যাটে স্ট্যাটিক সাইট বানানোর.. পরবর্তীতে html ফরম্যাটে বানানো হয় ।