Aseptic Pack design for Tatka Mango Nectar Drink
সব মটর সাইকেলই হোন্ডা না.... তেমনি সব অ্যাসেপটিক প্যাকই (Aseptic Pack) টেটরা (TETRA)প্যাক না। কোন কারনে আমাদের দেশে এই প্যাকেজিং পদ্ধতিটা টেটরা প্যাক নামে পরিচিতি পেয়েছে বেশী। কিন্তু টেটরা হচ্ছে একটি নির্দিষ্ট কোম্পনীর নাম। তবে টাটকা তার পন্যের জন্য বেছে নিয়েছে ইটালীর IPI নামে এক কোম্পানীকে।
Comments